চুয়াডাঙ্গার চার থানার মধ্যে শ্রেষ্ঠ থানা আলমডাঙ্গা ও শ্রেষ্ঠ ওসি আকরাম হোসেন

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলার চার থানার শ্রেষ্ঠ থানা আলমডাঙ্গা ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্স ও কল্যাণসভায় পুলিশ সুপার নিজাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল মোমেন, সদর (সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র এএসপি কলিমুল্লাহ ও এএসপি আহসান হাবিব।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জ অফিসের বিশেষ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনসহ থানার অফিসারদের অভূতপূর্ব সাফল্য দেখানোয় তাকে জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এবং পুরস্কার ঘোষণা করেন। এছাড়াও আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান, এসআই মহব্বত আলী, এসআই জিয়াউর রহমান ও এসআই একরাম হোসেনকেও পুলিশ সুপার পুরস্কার ঘোষণা করে। অভিযানকালে অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারে ৪ থানার চেয়ে আলামডাঙ্গা থানা বেশি সফলতা অর্জন করে। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্স ও পুলিশের কল্যাণ সভায় জেলার ৪ থানা ও ৩২ টি ক্যাম্পের পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার নিজাম উদ্দিন জেলার সকল পুলিশ অফিসার ও কনস্টেবলদের ধন্যবাদ জানান।