চুয়াডাঙ্গার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে লেখাপড়া করছে ২ শতাধিক ছাত্রছাত্রী

 

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ভবনে জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া করছেন ২ শতাধিক ছাত্র-ছাত্রী। শ্রেণি কক্ষের অভাবে দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে লেখাপড়া করাচ্ছেন শিক্ষকরা। বিদ্যালয়টি ২০০০ সালে স্থাপিত হলে অত্র ভবনটি তৈরি হয় ২০০১ সালের পর থেকে মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নী। শুধু ভবনের রঙের কাজ ছাড়া। ঝুঁকিপূর্ণ ভবনে  চলছে ছাত্র-ছাত্রীদের পাঠদান। ২ বছরের ও বেশি সময় ধরে শ্রেণি কক্ষের টিনের চাল দিয়ে পড়ছে পানি। এছাড়া দেয়ালেও ফাটল দেখা দেয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ ভবনটির চারটি কক্ষের মধ্যে ৩টি কক্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদান একটিতে রয়েছে শিক্ষক রুম। এব্যাপারে এলকাবাসীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। নতুন ভবন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।