চুয়াডাঙ্গার কুতুবপুরে ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষতি : গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন

 

বদরগঞ্জ  প্রতিনিধি: ঝড়ো বাতাসে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  গতকাল বুধবার সন্ধ্যা রাতে ঝড়ো বাতাসের সাথে টানা বৃষ্টির পাশাপাশি গুঁড়িগুঁড়ি শিলা পড়তে দেখা গেছে।

জানা গেছে, কুতুবপুর ইউপির বদরগঞ্জ, মর্তুজাপুর গ্রামে ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে ঘর বা দোকানের ওপর পড়েছে। ঘরের ছাউনি উড়ে বিদ্যুতের তারের ওপর পড়লে বিদ্যুত লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। মর্তুজাপুর নদীপাড়ার মুদি দোকানদার ওহিদুল হকের দোকানের ওপর গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। একটি গাছ উপড়ে দোকানের ওপর পড়লেও দোকান থাকা ওহিদুল হক প্রাণে বেঁচে যান। একই গ্রামের মোশাররফ হকের বাড়ির পাশের লম্বু গাছ ও পাশের বাড়ির টিনের ঘরের ছাউনি উড়ে পল্লি বিদ্যুতের তারের ওপর পড়লে ঘরে লাগানো মিটার উপড়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। গাছপালা ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কুতুবপুর, জীবনা, আলিয়ারপুর, হাসানহাটি, দশমী, যাদবপুর, শম্ভুনগরসহ ঝিনাইদহের আশপাশে আম, কাঁঠাল, কলাগাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনেকই জানিয়েছেন।

অপরদিকে ভুলটিয়া গ্রামের বাবুল জোযার্দার জানান, ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হলেও গ্রাম এলাকায় বজ্রপাতে কেউ হতাহত হয়নি। তবে গ্রামের কয়েক জনের ঘরবাড়ি টিনের ছাউনি উড়ে গেছে। ঘরবাড়ি ওপর গাছের ডালপালা ভেঙে পড়েছে। এছাড়া সিন্দুরিয়া গ্রামের সুজন আহমেদ জানান, দমকা ঝড়ো বাতাসের সাথে গুঁড়িগুঁড়ি শিলা বৃষ্টি হয়েছে।