চুয়াডাঙ্গার উজলপুরে গ্রাম পাহারাদারদের হাতে সন্দেহজনক আটক ৫ : পুলিশে সোপর্দ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে চরমভাবে ডাকাতি আতঙ্ক বিরাজ করছে। ডাকাতের কবল থেকে রক্ষা পেতে গ্রামে গ্রামে শুরু হয়েছে রাত পাহারা ব্যবস্থা। এরই মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রাম পাহারাদারদের হাতে সন্দেহজনক ৫ জন ধরা পড়েছে। আটক ৫ জনকে সোপর্দ করা হয়েছে ক্যাম্প পুলিশের হাতে। পুলিশ শুরু করেছে জিজ্ঞাসাবাদ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রাম পাহারা চলাকালীন একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের দমশি গ্রামের জাবেদ আলীর ছেলে মিঠুন (২৮), হোসেন শেখের ছেলে জামির (২২), সোহাগের ছেলে নাজমুল (২৮) বাবর আলীর ছেলে বেনজির (২৫) ও ঝিনাইদাহ সদর উপজেলার সাধুহাটু ইউনিয়নের বুড়াই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাইদুর রহমান (২২) দুটি মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে দর্শনার দিকে যাচ্ছিলো। এ সময় গ্রাম পাহারাদাররা তাদের গতিরোধ করে। সন্দেহজনক কথাবার্তার কারণে ৫ জনকে ধরে বেগমপুর ক্যাম্প পুলিশে সোপর্দ করা হয়। ওই রাতেই ক্যাম্প পুলিশ চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশে সোপর্দ করেছে সন্দেহজনক ৫ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত গোয়েন্দা পুলিশ আটককৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছিলো।