চুয়াডাঙ্গার অত্যন্ত পরিচিত মুখ কাজল মিয়া আর নেই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার অত্যন্ত পরিচিত মুখ অবসরপ্রাপ্ত ফুড ইন্সপেক্টর কাজল মিয়া আর নেই (ইন্নালিল্লাহে…..রাজেউন)। গতকাল মঙ্গলবার নিজবাড়িতে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আজ বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা মৃত জোনারুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে মঞ্জুরুল ইসলাম জোয়ার্দ্দার কাজল মিয়া (৬০) অত্যন্ত পরিচিত মুখ। অবসরপ্রাপ্ত ফুড ইন্সপেক্টর কাজল মিয়া গতকাল বুধবার বেলা ১১টার দিকে নিজবাড়িতে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতরাত সোয়া ৮টায় মরহুমের প্রথম নামাজে জানাজা নিজপাড়ায় অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা ১০টায় দ্বিতীয়বারের মতো জানাজা শেষে জান্নাতুল মওলা কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *