চু্য়াডাঙ্গা যুগিরহুদার জাকারিয়া জন্মের পর থেকেই প্রতিবন্ধী : আজও হয়নি ভাতা’র কার্ড

 

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদরে শঙ্করচন্দ্র ইউনিয়ানে যুগিরহুদা পশ্চিমপাড়া গ্রামের নেগবার আলীর ছেলে জাকারিয়া (২৫) জন্মের পর থেকেই শারিরীক প্রতিবন্ধী, কোনো স্বাভাবিকভাবে কাজ কর্ম করতে পারে না।

এ বিষয়ে কথা বলা হয় জাকারিয়ার পিতা নেগবার আলীর সাথে তিনি বলেন, আমার ৪ ছেলে মেয়ে। ২ ছেলে ২ মেয়ে। তার মধ্যে জাকারিয়া মেজ। জন্মের পর থেকেই শারিরীক প্রতিবন্ধী অনেক জায়গায় গিয়েছি। ডাক্তার কবিরাজের কাছে যেওয় ভালো হয়নি। তবে অর্থের কারণে উন্নত চিকিসা করাতে পারিনি। তিনি আরও বলেন ২৫ বছর হয়ে গেলো আজও পযন্ত কোনো হৃদয়বান ব্যক্তি আমার ছেলের জন্য একটু সহনভুতির হাত বাড়িয়ে দেয়নি। তবে এবার শঙ্করচন্দ্র ইউনিয়ানে ছেলের প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেয়া হয়েছে ভাতা’র কার্ডের  জন্য। আমার একটাই বড় চিন্তা আমি এখন বেঁচে আছি তার ভরনপষন চালাচ্ছি। যখন আমি বেচে থাকব না তখন আমার প্রতিবন্ধী ছেলেটার কী দশা হবে। কে তার দু মুঠো অন্য যোগাবে। এ বিষয়ে কথা বলা হয় শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সাথে তিনি জানান, অনেক প্রতিবন্ধীদের ভাতা’র কার্ড করে দেয়া হয়েছে। তবে এ কুটাই যারা বাকি আছে তাদেরদের কার্ড করে দেয়া হবে।