চীনে অবৈধ ওষুধবিরোধী অভিযান : আটক ১৩শ

মাথাভাঙ্গা মনিটর: চীনে অবৈধ ওষুধের বিরুদ্ধে দেশব্যাপি ছয়মাসের অভিযান চালানোর পর ১৩শ জনেরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। অবৈধ ও ভুয়া ওষুধ তৈরি, অনলাইনে তা বিক্রি ও প্রতারণামূলক বিজ্ঞাপন দেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বছর জুনে পুলিশ অনলাইনে অবৈধ ড্রাগ বিক্রির বিরুদ্ধে তিনটি জোরালো অভিযানের পাশাপাশি বিশেষ কর্মসূচি নেয়। এখনো পর্যন্ত পুলিশ বাহিনী ২৯টি প্রদেশিক পর্যায়ের এলাকায় ১৪০টি অবৈধ ওয়েবসাইট ও অনলাইন ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে। ১৩ শতাধিক জনকে আটক করা ছাড়াও নয় টনের বেশি ভুয়া ওষুধ ও এর কাঁচামাল আটক করেছে পুলিশ।