চিরকুমার সমিতির সদস্যদের মধ্যে দারুন হতাশা

 

স্টাফ রিপোর্টার: স্বতন্ত্রজোট থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত তিনজন মহিলা এমপি আওয়ামী লীগে যোগদিয়েছেন। আওয়ামী লীগে যোগ দেয়া তিন মহিলা এমপি হলেন- কাজী রোজী, নূর জাহানবেগম ও উম্মে রাজিয়া কাজল। দশম সংসদের তৃতীয় অধিবেশন শুরুর মুহূর্তে তারানিজেদের অবস্থান পাল্টেছেন।সংসদে গত দু অধিবেশনে তারা স্বতন্ত্র এমপি হিসেবেই অধিবেশনে যোগ দেন।নির্বাচনকমিশনের (ইসি) আইন শাখা জানিয়েছে, দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুহওয়ার আগে ওই ৩ সদস্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে সংসদ সচিবালয় জানিয়েছে। এবিষয়ে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সহকারী সচিব শওকত আলীরপাঠানো এক চিঠিতে তাদের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়।বর্তমানসংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৯টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও বিরোধী দল জাতীয় পার্টি ৬টি আসন পেয়েছিল। আর ১৬ জনস্বতন্ত্র এমপির জোট থেকে মনোনীত কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মেরাজিয়া কাজল সংসদে আসেন। কিন্তু সরাসরি নির্বাচিত স্বতন্ত্র এমপিদের ছেড়েতারা এখন ক্ষমতাসীন দলে যোগ দিলেন।