চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ : দু লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের একদিন পর দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উদ্ধার করা হয় নারায়ণপুর ইউনিয়নের জাউনিয়া বাঘপাড়া গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে আখতারুজ্জামান পটল (৪৮) ও সরদার পাড়ার এন্তাজ আলীর ছেলে নুরুল ইসলামের (৪০) লাশ। শনিবার ভোরে খাস জমির ফসলের দখল নিয়ে নারায়ণপুরের বর্তমান চেয়ারম্যান আলমগীর কবির ও গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী শরীয়তুল্লাহহ লাহু, হুমায়ন মেম্বার ও আজিমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সদর থানার ওসি এসএম বজলুর রহমান জানান, এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন। গ্রেফতার এড়াতে আহতরা গোপনে চিকিৎসা নেন। গোপনে চিকিৎসা নেয়ার সময় শনিবারই নুরুল ইসলাম মারা যান। ওইদিন পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *