চাঁদাবাজি মামলার আসামি দামুড়হুদা কলাবাড়ির আলম আলমডাঙ্গায় গ্রেফতার

 

 

আলমডাঙ্গা ব্যুরো: চাঁদাবাজি মামলার আসামি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের আলম হোসেনকে আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে। মোবাইলফোন ট্র্যাকিং করে গত রোববার দিনগত রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।  জানা গেছে, গত বছর ৩ ডিসেম্বর রাত ২টায় আলমডাঙ্গা জেহালার ইটভাটা মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমের নিকট মোবাইলফোনে অজ্ঞাত ব্যক্তি নিজেকে চরমপন্থি দলের নেতা পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনার ৫ দিন পর ৮ ডিসেম্বর আসিরুল ইসলাম সেলিম অজ্ঞাত ব্যক্তি যে মোবাইলফোনের সিম ব্যবহার করে তার নিকট চাঁদা দাবি করেছিলো সেটি উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। চাঁদাবাজের মোবাইলফোনের সিম নম্বরটি ট্র্যাকিং করে থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে। গত রোববার দিনগত রাতে আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের বুদোর ছেলে আলম হোসেনকে (২২) গ্রেফতার করে। এ সময় পুলিশ চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত মোবাইলফোনটি উদ্ধার করে। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।