গ্রিসে ২৮ বাংলাদেশিকে গুলির ঘটনায় ২ আসামি খালাস

মাথাভাঙ্গা মনিটর: গ্রিসেরএকটি স্ট্রবেরি খামারে বাংলাদেশি কর্মীদের ওপর গুলির ঘটনায় দেশটির আদালতচার আসামির মধ্যে খামার মালিকসহ দুজনকে খালাস দেয়। এতে তীব্র ক্ষোভেরসৃষ্টি হয়েছে সাবার মাঝে।গত বুধবার গ্রিসের বন্দরনগরী পাত্রাসেরএকটি আদালত এ রায় ঘোষণার সময়ও বিপুলসংখ্যক অভিবাসী ও শ্রমিক অধিকারকর্মী বাইরে বিক্ষোভ দেখিয়েছে। ব্রিটিশ একটি সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

ব্রিটিশ পার্লামেন্টে বিরোধীদলের পক্ষ থেকেও এব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। গ্রিসের রাজনীতিবিদ এবং শ্রমিকঅধিকার ও বর্ণবাদবিরোধী সংগঠনগুলো বলছে,এ রায়ে অভিবাসীরা ন্যায়বিচারপায়নি।

গতবছর এপ্রিলে এথেন্সের ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিয়ামানোলাদায় ওই খামারের অভিবাসী শ্রমিকরা ছয় মাসের বকেয়া বেতনের দাবিজানালে মালিকের কর্মচারীরা চারজন তাদের ওপর শর্টগানের গুলি চালায়। এতে আহত হনঅন্তত ২৮ জন বাংলাদেশি।বাকি দু আসামির মধ্যে একজনকে ১৪ বছর সাত মাস এবং অন্যজনকে আট বছর ৭ মাসেরকারাদণ্ড দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে আহত করা এবং অবৈধআগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়।