গাদ্দাফির ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ

মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফির বিরুদ্ধে নিজ ফুটবল দলের সতীর্থ খেলোয়াড়কে খুন করার অভিযোগ আনা হয়েছে।মার্চে নাইজার থেকে ফেরত পাঠানোর পর রোববার প্রথমবারের মতো সাদিকেআদালতে হাজির করা হয়।লিবিয়ার সিনহুয়া জানিয়েছে, লিবীয় ফুটবল খেলোয়ার বশির রিয়ানিকে তিনি খুন করেছেন বলে সন্দেহকরা হয়।গাদ্দাফির তৃতীয় সন্তান সাদি ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশেরক্লাবগুলোর হয়ে যেমন খেলেছেন তেমনি ইতালির পেরুজিয়া ফুটবল ক্লাবের হয়েওখেলেছেন।এক প্রতিবেদনে জানা গেছে, লিবিয়ার অ্যাটর্নিজেনারেল দপ্তর সাদির বিরুদ্ধে ২০১১’র গাদ্দাফিবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদেরদমন করার চেষ্টা এবং বর্তমান সরকারকে উৎখাতের উদ্দেশে দক্ষিণ লিবিয়ায় বিদ্রোহীদেরসমর্থন করার অভিযোগ আনবে।গাদ্দাফি সরকারের সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহসানুসি এবং সাবেক প্রধানমন্ত্রী বাঘদাদি মাহমুদিকে একইদিন আদালতে হাজির করাহয়েছিলো।