গাজীপুর ডিবি পুলিশের বিরুদ্ধে আলমডাঙ্গা পাইকপাড়ার অস্ট্রেলিয়া

প্রবাসী আইটি প্রকৌশলীকে ইয়াবাসহ চালান দেয়ার অভিযোগ
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পাইকপাড়ার অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী সৈয়দ নাদিম উল্লাহকে (৩৩) গাজীপুর ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে কালিদাসপুর শাদা ব্রিজের নিকট থেকে শাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার দু ঘণ্টা পর ওই ব্যক্তির মোবাইল থেকে জানানো হয় গাজীপুর ডিবি পুলিশ তাকে আটক করেছে।
পরিবারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের বেতার বাংলাদেশের প্রাক্তন প্রকৌশলী মৃত বরকত উল্লাহর ছেলে আইটি প্রকৌশলী সৈয়দ নাদিম উল্লাহ প্রায় ১০ বছর অস্ট্রেলিয়া রয়েছেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিক। গত কয়েকদিন আগে পাইকপাড়ার গ্রামের বাড়িতে আসেন। নাদিম উল্লাহর মা বাংলাদেশ বেতারের সাবেক ঘোষিকা সৈয়দা নাহিদ সুলতানা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার ছেলে নাদিমকে কালিদাসপুর শাদা ব্রিজের নিকট থেকে শাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায়। এ সংবাদ জানার পর তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। দু ঘণ্টা পর ওই ব্যক্তিরা তার ছেলে নাদিমের মোবাইল থেকে গাজীপুর ডিবি পুলিশের এসআই খোরশেদ পরিচয় দিয়ে দুই লাখ টাকা দাবি করে জানায় এ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। তারা আসলেই ডিবি পুলিশ কি-না তা নিয়ে পরিবারের মধ্যে সন্দেহ দেখা দেয়। সে কারণে তারা টাকা দেননি। তিনি জানান, পরে তারা জানতে পেরেছেন গাজীপুর ডিবি পুলিশ তার ছেলেকে ২ হাজার পিস ইয়াবাসহ জেল হাজতে পাঠিয়েছে এবং তাকে কালিয়াকৈর থেকে আটক দেখানো হয়েছে। এ ঘটনার পর ওই পরিবারের চরম উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। এ ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাজীপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন মোবাইলফোনে তাকে জানান, তার একটি টিম যাবে আলমডাঙ্গায় একজনকে গ্রেফতার করতে। সে ব্যাপারে ওই ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জের নিকট সহযোগিতা চেয়েছিলেন। এ বিষয়ে গাজীপুর ডিবি পুলিশের এক কর্মকর্তা আটকের বিষয়টি তাকে নিশ্চিত করেন।