গাংনী স্বাস্থ্যকমপ্লেক্সে নার্সের অবহেলায় মৃত শিশু প্রসবের অভিযোগে উত্তেজনা

গাংনী প্রতিনিধি: গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের অবহেলায় এক প্রসূতির মৃত শিশু প্রসব করে বলে অভিযোগ উঠেছে। এরই ভিত্তিতে শুরু হয় চরম উত্তেজনা। প্রসূতির স্বজনদের ক্ষোভের মধ্যে তালাবদ্ধ করে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থান নেন নার্সরা। স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও ভুক্তভোগীদের পরিবারে শোক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে।

ভুক্তভোগীসূত্রে জানা গেছে, গাংনী উপজেলার গোপালনগর গ্রামের রাণী মল্লিকের স্ত্রী রুমা খাতুনের ডেলিভারির জন্য গতকাল শুক্রবার সকালের দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথা গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। নরমাল ডেলিভারির কথা বলে কর্তব্যরত সেবিকারা রোগীকে লেবার রুমে নিয়ে চেষ্টা করেন। দুপুরের দিকে নরমাল ডেলিভারি না হলে স্বজনরা রোগীকে সিজার করার জন্য ক্লিনিকে নেয়ার সিদ্ধান্ত নেন। বাইরে বেরিয়ে আসার সময় হাসপাতালের ভেতরেই ডেলিভারি হয়। মৃত শিশু প্রসব করেন রুমা। এতে রোগীর স্বজন ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হলে নার্সরা গেটে তালা দিয়ে লুকিয়ে পড়েন। তবে অভিযোগ অস্বীকার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, গর্ভেই শিশু মারা যায়। তবে বিষয়টি খতিয়ে দেখে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।