গাংনী শহরের সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জরিমানা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী শহরের প্রধান সড়কের দু পাশে বালি, ইটসহ বিভিন্ন মালামাল রেখে চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে নয়জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের এ ভ্রাম্যমাণ আদালত আরও ১০ জন মোটরসাইকেল চালকের কাছ থেকেও জরিমানা আদায় করেছেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, সড়কের পাশে ইট, বালি ও মালামাল রাখার দায়ে গাংনী বাজারে ব্যবসায়ী রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, আবুল কাশেম, ওমানিয়া মিয়া, শফিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহাব উদ্দীন ও মনির হোসেনকে এক হাজার টাকা করে এবং ঠাণ্ডু মিয়ার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমান আদায় করা হয়। পৌরসভা আইন ২০০৯’র ১০৮ ধারায় তাদের এ জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত মোটরযান আইনে চালক ও আরোহীর হেলমেট না থাকায় ১০ জনের কাছ থেকে এক হাজার একশ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানিয়েছেন, সড়কের দু পাশে ইট, পাথর, বালি ও দোকানের মালামাল রেখে মানুষ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। প্রাথমিকভাবে এদেরকে জরিমানার মাধ্যমে সতর্ক করা হয়েছে। বন্ধ না হলেও আইনের আরও কঠোর প্রয়োগ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *