গাংনী বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে রোকনুজ্জামান প্যানেল জয়ী

গাংনী প্রতিনিধি: টান টান উত্তেজনের মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। নির্বাচনে মশিউর রহমান-রোকনুজ্জামান গ্রুপ নিরুষ্কুস জয় পেয়েছে।

বিজয়ী গ্রুপের রোকনুজ্জামান ১৯৯, আরশেদ আলী ২১৩, জহুরুল ইসলাম ২০৬ ও পাঞ্চাব আলী ২০৪ ভোট পেয়েছেন। আলিহিম গ্রুপের আল মেহেদি ১৫৬, একলাছ মোল্লা ১৫৪, ইয়াছিন আলী ১৬০ ও চাঁদ আলী পেয়েছেন ১৪১ ভোট। নির্বাচনে ৪৬৩ অভিভাবক ভোটারের মধ্যে ৩৭৪ জন ভোট প্রদান করেন।

প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এতে একটি সুন্দর কমিটি গঠনের মধ্যদিয়ে বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে সহায়ক হবে। শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবিএম সামসুজ্জামান, মেরিনা পারভীন ও মনিরুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য শামীমা ইয়াসমিন ও দাতা সদস্য গিয়াস উদ্দীন। এসব সদস্যদের ভোটের মধ্যদিয়ে সভাপতি নির্বাচিত হবে বলে প্রিসাইডিং অফিসার সূত্রে জানা গেছে।

নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় দুগ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। একারণে নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে গাংনী থানা।