গাংনী পৌর যুবদলের যুগ্মসম্পাদক আশা গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর যুবদলের যুগ্মসম্পাদক আশাদুল ইসলাম আশাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গাংনী ডিগ্রি কলেজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানা কাস্টডিতে নেয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, সড়কের সরকারি গাছ কেটে রাস্তা অবরোধ ও সরকারি কাজে বাধা দেয়ার বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ২৬ নভেম্বর অবরোধ চলাকালে গাংনী উপজেলার গাড়াডোব-বাঁশবাড়িয়া এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি। তবে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে গ্রেফতারের নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন গাংনী উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আক্তার মাস্টার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *