গাংনী পৌরসভা ভবন চত্বরে দুর্বৃত্তদের ফেলে রাখা দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভা ভবন চত্বর থেকে গতরাত পৌনে ১২টার দিকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। কয়েক অজ্ঞাত দুর্বৃত্ত নৈশপ্রহরীদের ধাওয়া খেয়ে বোমা দুটি ফেলে পালিয়ে যায়।

গাংনী পৌরসভার নৈশপ্রহরী মফিজুর রহমান জানিয়েছেন, পৌর চত্বরে ৩/৪ জন অজ্ঞাত লোক দেখে তিনি চিৎকার করেন। এ সময় একটি ব্যাগ ফেলে প্রধান ফটক দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় কিছু লোক বিভিন্ন সড়কে তল্লাশি চালায়। পরে পুলিশ এসে ওই ব্যাগ থেকে দুটি বোমা উদ্ধার করে। গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী জানিয়েছেন, ঘটনার ১০/১৫ মিনিট আগে তিনি পৌর কার্যালয় থেকে বেরিয়ে যান। তার প্রাণনাশের জন্য সন্ত্রাসীরা বোমা নিয়ে এসেছিলো বলে ধারণা করছেন তিনি। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে তিনি সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছেন। গাংনী থানার এসআই আব্দুল জলিল জানিয়েছেন, লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা দুটি তাজা ও শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন বিষয়টির তদন্ত শুরু হয়েছে।