গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসারে কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক অনুমোদন পান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। সাবেক কাউন্সিলর সামছুদ্দীন শেখ ডালিম ও মিজানুর রহমান মদন পেয়েছেন উটপাখি। দুই প্রার্থী উটপাখি প্রতীক দাবি করেন তাদের মনোনয়নপত্রে। তাই সিদ্ধান্ত নিতে বেগ হয়ে সংশ্লিষ্টদের। শেষ পর্যন্ত উভয় প্রার্থীর মাঝে সমঝোতা হলে মদন উটপাখি ও সামছুদ্দীন ডালিম প্রতীক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন উপনির্বাচনের রিটার্নিং অফিসারের দয়িত্বে থাকা জেলা নির্বাচন অফিসার আহমদ আলী, গাংনী উপজেলা নির্বাচন অফিসার রসিদুল আলমসহ প্রার্থীদের কয়েকজন সমর্থক।
আগামী ৩০ অক্টোবর গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়। আরেকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে সাবেক দুই কাউন্সিলর চূড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে থাকছেন। দুজনেরই রয়েছে ওই পদের পূর্ব অভিজ্ঞতা। পৌরসভার দায়িত্ব পালন ও জনগণের সাথে সম্পর্কের সেতুবন্ধন ধরে কে বিজয়ী হবেন তা নিয়ে ভোটারদের মাঝে আগ্রহের শেষ নেই। গতকাল থেকেই প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। স্থানীয় ও রাজনৈতিক সমীকরণও চলছে। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দাবি করেছেন ভোটাররা।