গাংনীর কাজীপুর ইউনিয়নে বিএনপি নেতা মিল্টনের গণসংযোগ

গাংনী প্রতিনিধি: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন। গতকাল শনিবার সকাল থেকে কাজীপুর ইউনিয়নের গ্রামগুলোতে তিনি গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় দলীয় নেতাকর্মী সমর্থকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে সাক্ষাত করে তার পক্ষে সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু, পৌর জিয়া পরিষদ সভাপতি  আহসান হাবিব বাবু, উপজেলা যুবদল নেতা আব্দুল ওহাব বুলবুল, উপজেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক টুল্টু বিশ্বাস, বামন্দী ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ বাচ্চু, ছাত্রদল নেতা চপল বিশ্বাস, শাহিবুল, সেলিম, আবির প্রমুখ। আগামী নির্বাচনের প্রস্তুতি ও কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রাম সফল করার বিষয়ে আলোচনা করেন জাভেদ মাসুদ মিল্টন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *