গাংনীতে সরকারিভাবে গম ক্রয় শুরু

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে সরকারী গম সংগ্রহ শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে গাংনী খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কমকর্তা ফুল জামাত আলী, টেকনিক্যাল ইন্সেপেক্টর নুসরাত জাহান, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলামসহ নেতৃবৃন্দ। চলতি মরসূমে ৩ হাজার ৪১ মেট্টিক টন গমক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিকেজি গম কেনা হচ্ছে সরকার নির্ধারিত ২৮ টাকা দরে।