গাংনীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গাংনী প্রতিনিধি: মুক্তিযোদ্ধা সংসদ ভোটার তালিকা থেকে মেহেরপুর গাংনীর ১৫০ মুক্তিযোদ্ধার নাম বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযোগ জানা গেছে, আসন্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদের লক্ষে সম্প্রতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনাদের কাছে নির্দেশনা দেয়া হয়। সেমত মেহেরপুর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করেন। এতে বলা ২০১৪ সালে প্রণীত ভোটার তালিকার মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। কিন্তু প্রায় ১৫০ মুক্তিযোদ্ধার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নতুন তালিকা প্রণয়নের ষড়যন্ত্র চলছে। যেকোন মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী সম্মিলিত মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আজগর আলী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।