গাংনীতে বাল্যবিয়ের ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে ছাগল বিতরণ

গাংনী প্রতিনিধি: আর্থ সামাজিক উন্নয়নের মধ্যদিয়ে বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্যে মেহেরপুর গাংনীতে বাল্যবিয়ের ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৮টি পরিবারের মাঝে ১৬টি ছাগল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান ও ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিয়ে বৃদ্ধির অন্যতম একটি কারণ হচ্ছে দারিদ্র্যতা। তাই জেলায় একটি বেজলাইন সার্ভের মাধ্যমে বাল্যবিয়ের ঝুঁকিপূর্ণ পরিবার ও তাদের কন্যাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। তালিকানুযায়ী প্রতিটি ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের সহযোগিতা প্রদান করা হবে। ওই সহযোগিতা দিয়ে তারা যাতে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন।