গাংনীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

 

গাংনী প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধে আইন নয়, সামাজিক সচেতনতাই মূখ্য ভূমিকা পালন করে, এ বিষয়ে মেহেরপুর গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সন্ধানী, গাংনী প্রি-ক্যাডেট হাইস্কুল, জোতি মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বির্তাকিক দল অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশরে উপপরিচালক (কুষ্টিয়া) আব্দুল গাফফার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা র্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক মোস্তফা কামরুল হাসান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, প্রভাষক দিলরুবা আক্তার ও সহকারী শিক্ষক আসাদুজ্জামান। মডারেটর ছিলেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় গাংনী প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যানের ছোট ছেলে আদিত্য সাফি চন্দ্র। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।