গাংনীতে ইয়াবাসহ মাদকব্যবসায়ী সোহেলা গ্রেফতার

গাংনী প্রতিনিধি: ৭০ পিস ইয়াবাসহ সোহেলা খাতুন (৫৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে অল্পের জন্য ফঁসকে গেছে সোহেলার সহযোগী মাদকব্যবসায়ী অঞ্জনা ও স্বপন। গতরাত সাড়ে 10টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার বাওট গ্রামে ইয়াবা কেনাবেচার পূর্ব মুহূর্তে ওই অভিযান চালায় গাংনী থানা পুলিশ। গ্রেফতার সোহেলা খাতুন বাওট গ্রামের আজগর আলীর স্ত্রী।
গাংনী থানার ইন্সেপেক্টর (ওসি-তদন্ত) মোক্তার হোসেন জানান, গতরাতে বাওট গ্রামের কামাল হোসেনের স্ত্রী মাদকব্যবসায়ী অঞ্জনার বাড়িতে ইয়াবা কেনা-বেচার গোপন খবর পায় পুলিশ। সেমতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুফল কুমারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি অঞ্জনার বাড়িতে অভিযানে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অঞ্জনা ও স্বপন পালিয়ে গেলেও ৭০ পিস ইয়াবাসহ ধরা পড়ে সোহেলা।
এদিকে গ্রেফতারকৃত সোহেলাকে প্রধান আসামি করে পলাতক অঞ্জনা ও স্বপনের নামে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। আজ সোহেলাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। সেই সাথে পলাতক দুজনসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান মোক্তার হোসেন।