গর্ভবতী মা ও শিশুদের ফ্রি চিকিৎসা সেবা দিতে মেহেরপুরে দিনব্যাপি আপনজন মেলা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: গর্ভবতী মা ও শিশুদের ফ্রি চিকিৎসা সেবার মাধ্যমে মেহেরপুরে দিনব্যাপি আপনজন মেলার উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বরে মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। ইউএসআইডি ডিনেটের সহযোগিতায় মেহেরপুর মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা লোকমোর্চা সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. এমএ বাশার ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার সরকার। মেলায় চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আহসান হাবিব, ডা. এহসানুল হক, ডা. রোমানা হেলাল জুসি প্রমুখ। মেলায় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *