ক্ষমতায় থাকলে সবারই আয় বাড়ে : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ক্ষমতায় থাকলে সবারই আয় বাড়ে। এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীর শুরুতে সেই আদিম যুগেও এটা হয়েছে। আর পৃথিবীর সর্বত্রই ক্ষমতাসীনরা সম্পদশালী। গতকাল মঙ্গলবার দুপুরে অনলাইনে নিজের আয়কর রিটার্ন জমাদান শেষে সচিবালয়ে নিজ কক্ষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী অনলাইনের মাধ্যমে তার আয়কর জমা দেন। তার আয়কর হলো ৮৪ হাজার ৪৩৬ টাকা। তিনি বলেন, আমার সম্পদ নিয়ে সংবাদ মাধ্যমে যেসব তথ্য পরিবেশিত হয়েছে তা ‘ব্যাড স্টোরি’। এ সময় নিজের সম্পদের বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের কাছে। আওয়ামী লীগ নেতাদের অনেকে ক্ষমতায় আসার পর অস্বাভাবিক হারে আয় বাড়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অনেকের আয় বেড়েছে এটা ঠিক। তবে আমার আয় তুলনামূলক কমেছে। তিনি বলেন, মন্ত্রী,এমপিদের সম্পদ বাড়ার যুক্তিও রয়েছে, কারণ দেশে ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে বেড়েছে। যাদের আয় অস্বাভাবিক হারে বেড়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, দুদক সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যাদের আয় অস্বাভাবিক হারে বেড়েছে তাদের ব্যাপারে দুদক খোঁজ-খবর নিয়ে দেখবে। এতো দিনে হয়তো দুদক তাদের অনুসন্ধানও শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) বিষয়টি যাচাই বাছাই করতে পারে। এছাড়া জনগণও এর জবাব দিতে পারে।