ক্যামেরনের মন্ত্রিসভায় নির্বাচনমুখি রদবদল

মাথাভাঙ্গা মনিটর: ব্রিটেনে সাধারণ নির্বাচনের ১০ মাস আগে ক্ষমতাসীন জোট সরকারেরপ্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার কনজারভেটিভ পার্টির রাজনৈতিকদিকনির্দেশনা স্পষ্ট করতে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘটিয়েছেন। এ রদবদলেসবচেয়ে লক্ষণীয় হলো ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের সম্পর্ককে নতুনভাবেরূপায়িত করার চেষ্টা, পরিবেশবাদী নীতির পরিবর্তে অধিকতর ব্যবসাবান্ধবসংস্কারে গুরুত্বারোপ ও পূর্ণমন্ত্রীর মর্যাদায় নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি।মন্ত্রিসভার রদবদলে বৈশ্বিক পরিসরে যে পরিবর্তন সহজেই চোখে পড়বে তাহচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে উইলিয়াম হেগের সরে দাঁড়ানো এবং তারজায়গায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে নিয়োগ। হেগ ইউরোপীয়ইউনিয়নের বিদ্যমান কাঠামোয় সংস্কারের সমর্থক হলেও জোট ত্যাগের বিরুদ্ধে।অন্যদিকে হ্যামন্ড প্রকাশ্যেই ব্রিটিশ দাবি অনুযায়ী সংস্কার না হলে ইউরোপীয়ইউনিয়ন ত্যাগের পক্ষে তার মত প্রকাশ করেছেন। হেগ পার্লামেন্টের বর্তমানমেয়াদ শেষে অবসর নেয়ার কথা ঘোষণা করেছেন। এর আগ পর্যন্ত  তিনি হাউস অবকমন্সে লিডার অব দ্য হাউস হিসেবে দায়িত্ব পালন করবেন।ইউরোপীয় ইউনিয়নের একজন বড় সমর্থক কেনেথ ক্লার্কও মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন।