কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে মতবিনিময়

 

কোটচাঁদপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার থানা চত্বরে পূজা উদযাপন পরিষদসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ আ. লতিফ, কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আজম খান, পৌর মেয়র জাহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক রাজেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক নিমাই চন্দ্র দে, মহিলা কলেজের অধ্যক্ষ মিনাল কান্তি সরকার, পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, মুক্তিযোদ্ধ কমান্ডার তাজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফারজেল হোসেন মণ্ডল। এবার কোটচাঁদপুর উপজেলায় সর্বমোট ৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় অনুষ্ঠিত হবে ১৭টি।