কোটচাঁদপুরে নিয়ম বহির্ভূতভাবে হাইস্কুলের প্রধান শিক্ষক বহিষ্কারের প্রতিবাদে মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

 

কোটচাঁদপুর প্রতিনিধি: উপজেলার ধোপাবীলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানকে বিধি বহির্ভূতভাবে চাকরি থেকে অব্যাহতি দানের ঘটনায় শিক্ষক সমিতির অফিসে গতকাল বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুলতান, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, ধোপাবীলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানসহ শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ধোপাবীলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার আলী শিক্ষা বোর্ডকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সম্পূর্ণ নিজ ইচ্ছায় প্রধান শিক্ষক আশরাফুজ্জামানকে বিধি বহির্ভূতভাবে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেছেন। লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়, বর্তমান ম্যানেজিং কমিটি নির্বাচিত হওয়ার পর থেকে ন্যাক্কারজনকভাবে প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেই চলেছে। চলতি সনের ১২ জানুয়ারি তারিখে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার পর বিদ্যালয় হিসাব অডিট করার জন্য একটি অডিট কমিটি গঠন করা হয়। এ অডিট কমিটিও সভাপতির ইচ্ছা ও বিধি বহির্ভূতভাবে করা হয়। অডিট করার সময় প্রধান শিক্ষককে রাখা হয়নি। অডিট কমিটি একটি মনগড়া অডিট রিপোর্ট সভাপতি হায়দার আলীর কাছে পেশ করার পরেই গত ২৫/০৬/২০১৩ তারিখে প্রধান শিক্ষককে সভাপতি চূড়ান্ত বরখাস্ত করেন। সংবাদ সম্মেলনে এ কাজের জন্য কোটচাঁদপুরের স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষকগণ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *