কেরুজ জেনারেল ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

দর্শনা অফিস: কেরুজ জেনারেল ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটির পদাধিকার বলে মিলের মহাব্যবস্থাপক (প্রসাশন) সভাপতি। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সম্পাদক হিসেবে সিআইসি শাহআলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- ক্রিড়া সম্পাদক আতিয়ার রহমান ও সদস্য পদে আরিফুল ইসলাম, আসাদুল হক ব্যাকা, শাহআলম ড্রাইভার, হারেজ উদ্দিন এবং হারিজুল ইসলাম। তিনটি পদের বিপরীতে ছয়জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল রোববার সকাল ন’টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাব কক্ষে তিনটি বুথে ৪৯১ জন ভোটারের ভোট গ্রহণের ব্যবস্থা করে নির্বাচন পরিচালনা কমিটি। বিরতিহীনভাবে ভোট গ্রহণে ৩৯৮ জনের ভোট পোল হয়। বাতিল হয়েছে ৮ ভোট। সহসভাপতি পদে বাবর আলী (গোলাপ ফুল) প্রতীকে ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম (হারিকেন) প্রতীকে পেয়েছেন ১৩৬ ভোট। সহসাধারণ সম্পাদক পদে আসাদুল হক ইয়াহিয়া (আম) প্রতীকে ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আশকার আলী (আনারস) প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট। কোষাধ্যক্ষ পদে দারুল ইসলাম (কাপপিরিচ) প্রতীকে ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী (কলম) প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন আয়ুব আলী রাজু, সদস্য সচিব আয়ুব আলী সন্টু, সদস্য আব্দুর রব মুন্সি, গোপাল চন্দ্র সাহা ও আনোয়ার হোসেন খান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *