কেরুজ চিনি বিক্রির নয়া কৌশল : অচিরেই কেরুজ প্যাকেট চিনি বাজারে পাওয়া যাবে

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকলসহ দেশের বিভিন্ন চিনিকলে অবিক্রিত চিনির পরিমাণ প্রচুর। কোটি কোটি টাকার চিনি গোডাউনে নষ্ট হচ্ছে। কেরুজ চিনিকলেও রয়েছে ৪ আখ মাড়াই মরসুমের উৎপাদিত চিনি। প্যাকেটজাত করণের মধ্যদিয়ে কেরুজ চিনি বিক্রির জন্য নয়া কৌশল অবলম্বন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে কেরুজ চিনিকলের চিনি গোডাউনে প্যাকেটজাত করণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক হাজি এবিএম আরশাদ হোসেন। উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, মহাব্যবস্থাপক (কারখানা) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) আব্দুল কুদ্দুস, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রসাশন) মনোয়ার হোসেন, ডিজিএম উৎপাদন আবু বক্কর, সাখাওয়াত হোসেন, উপব্যবস্থাপক (ডিস্টিলারী) শেখ শাহবুদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপাতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি ফারুক আহেম্মদ, সিকিউরিটি অফিসার গিয়াস উদ্দিন পিনা প্রমুখ। মিলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন বলেছেন, অল্পদিনের মধ্যে প্যাকেটজাত চিনি বাজারজাত করা হবে।