কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালকের মুজিবনগরে কৃষি কার্যক্রম পরিদর্শন

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার বিভিন্ন মাঠে চলমান কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চণ্ডী দাসকুণ্ডু। গতকাল মঙ্গলবার তিনি পরিদর্শনে যান। মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গ্রীস্ম কালীন টমেটো, শিম, নিরাপদ লাউ, কলা উৎপাদন এবং ধান ক্ষেতে লাইভ পার্চিং পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষকদের সাথে মতবিনিময় করেছেন। নিরাপদ সবজী, ফল উৎপাদন, প্রতিটি বাড়ীতে দেশী ফলের গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। এছাড়াও বেশী বেশী করে দেশী ফল খাওয়া, মাটির স্বাস্থ্য সুরক্ষায় কম্পোষ্ট ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ উপজেলায় বিভিন্ন মাঠে আলোক ফাঁদ ও সার্ভিলেন্স কার্যক্রমের মাধ্যমে ফসলের মাঠে উপস্থিত ক্ষতিকর পোকার ধরন ও মাত্রা জরিপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপসহকারী কৃষি অফিসারদের নির্দেশনা প্রদান করেন। মাঠ পরিদর্শন শেষে তিনি উপজেলা কৃষি অফিসে ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় চলমান ‘নিরাপদ বেগুন ও লাউ উৎপাদন’ শীর্ষক কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।  চণ্ডী দাসকুণ্ড বলেন, দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত। সুতরাং অযথা বিষ প্রয়োগ না করে নিরাপদ উপায়ে সবজি ও ফল উৎপাদন করার আধুনিক কলা কৌশলের ওপর কৃষকদেরও বেশি বেশি পরামর্শ প্রদান করতে হবে বলে তিনি জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলার কৃষি অফিসার মুহা. মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মুসফিকা সুলতানা প্রমুখ।