কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কোটচাঁদপুরে কৃষি কর্মকাণ্ড পরিদর্শন

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান গতকাল বুধবার কোটচাঁদপুরে আমনধানের শস্যকর্তন, সলেমানপুর কৃষিপণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্র এবং প্রদর্শনী পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চণ্ডি দাস কুণ্ডু, উপপরিচালক (হর্টিকালচার) বিনয় কুমার দাস, উপপরিচালক ঝিনাইদহ  কৃষিবিদ শাহ্ মোহা. আকরামুল হক , জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ঝিনাইদহ কৃষিবিদ নাজমুল আহসান, হর্টিকালচারিস্ট মো. ফয়েজ উদ্দীন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, উপজেলার এলাঙ্গী গ্রামে আমন ধানের শস্যকর্তন অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি পৌর এলাকার সলেমানপুর গ্রামে কৃষিপণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্র পরিদর্শন শেষে পেয়ারা গ্রাম খ্যাত শ্রীরামপুর গ্রামে বিভিন্ন কৃষকের পেয়ারাক্ষেত পরিদর্শন করেন। তিনি পেয়ারাক্ষেত পরিদর্শন করে বলেন, পেয়ারা চাষে বিপুল সম্ভাবনা রয়েছে এখানে। পেয়ারা চাষে কৃষকদের কৃষিবিভাগ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।