কুষ্টিয়া ভেড়ামারায় ১০ লাখ মার্কিন ডলারসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রতারণার অভিযোগে ৪৩টি পাসপোর্ট ও দশ লাখ মার্কিন ডলারসহ দু ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। পুলিশ বলছে, আটক হাজি আনারুল ইসলাম ও আজিরুল প্রামানিকের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নাম করে বিভিন্ন জনের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের বাড়ি ভেড়ামারার উপজেলার রথপাড়া ও আড়কান্দি গ্রামে।

র‌্যাব-১২’র কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার মেজর আলী হায়দার জানান, গতকাল বুধবার ভোরে রথপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আনারুল ও আজিরুল বিভিন্ন রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর কথা বলে মানুষজনকে ঠকিয়ে আসছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে রাখা অন্যের ৪৩টি পাসপোর্ট ও দশ লাখ ইউএস ডলারসহ তাদের আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা হায়দার বলেন, তারা ইতোমধ্যে কাজের সন্ধানে বিদেশে যেতে ইচ্ছুক বেশ কিছু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় লোক পাঠানোর অভিযোগও রয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।