কুষ্টিয়ায় ১৮ শিবির নেতাকর্মী গ্রেফতার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের কলেজমোড় এলাকার একটা কোচিং সেন্টার থেকে ১৮ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কলেজ মোড়ের ফেমাস কোচিং সেন্টার থেকে পুলিশ তাদের আটক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কোচিং সেন্টারে তল্লাশি চলছিলো বলে পুলিশ জানায়।

মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের কলেজ মোড় এলাকায় ফেমাস কোচিং সেন্টারে শিবির নেতাকর্মীরা জড়ো হয়ে কুষ্টিয়ায় বড় ধরনের নাশকতার লক্ষ্যে প্রস্ততি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একাধিক টিম সেখানে অভিযান চালিয়ে জেলা ছাত্রশিবিরের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ওসামা, জেলা ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শহর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলামসহ ১৮ শিবির নেতাকর্মীকে আটক করে।

কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বড় ধরনের অপরাধ ও নাশকতার লক্ষ্যে শিবির নেতাকর্মীরা সেখানে জমায়েত হচ্ছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।