কুষ্টিয়ায় স্কুল‍ছাত্রের মুক্তিতে পাঁচ লাখ টাকা দাবি

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে অপহৃত স্কুলছাত্র সাজ্জাদুর রব আপনের (১৫) মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেছে অপরহরণকারীরা। গতকাল সোমবার সকালে মোবাইলফোনের মাধ্যমে তার পরিবারের কাছ পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। গত রোববার রাতে ওই স্কুলছাত্রকে উপজেলার সমসপুর বাজার থেকে অপহরণ করা হয়।

অপহৃত আপন সমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং খোকসা থানা পাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। অপহৃত আপনের ভাই শিপন জানান, গত রোববার সন্ধ্যার পর সমসপুর বাজারে তাদের ওষুধের দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় আপন। পরে গতকাল সোমবার সকালে একটি মোবাইল ফোন থেকে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। প্রশাসন ও সংবাদমাধ্যমকে জানালে আপনকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা।

এদিকে এ ঘটনায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন আপনের পরিবারের সদস্যরা। কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসএসপি) লিমন রায় বলেন, মোবাইলফোন ট্র্যাক করে অপহরণকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *