কুষ্টিয়ায় চার চোরকে গণধোলাই

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকাবাসী ৪ চোরকে আটক করে গণধোলাই দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সদর উপজেলার কুঠিপাড়া মহল্লার বকুল (২০), সোহেল (২৫) চর-মিলপাড়ার মনির ইসলাম ওরফে গেদা (২৫) ও ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ধরমপুর গ্রামের হাফিজুল ইসলাম (২৫)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চিথলিয়া ইউনিয়নের আলম আলীর বাড়ির সীমানার প্রধান ফটক ভেঙে ভেতরে চোরচক্র প্রবেশ করে। এ সময়ে ওই বাড়িতে থাকা ইয়ামাহা ও পালসার মোটরসাইকেল চুরি করে পালানো সময় এলাকাবসী ৪ চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ সময়ে চোরচক্রের কাছ থেকে চোরাইকৃত দুটি মোটরসাইকেল ও চুরির সংরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের রাশেদুল ইসলামকে (৩৫) আটক করে। ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।