কুষ্টিয়ায় কমতে শুরু করেছে পদ্মার পানি প্রবাহ

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার প্রমত্তা পদ্মা নদীর পানি বিপদসীমা থেকে কমতে শুরু করেছে। গতকাল রোববার দুপুরে পদ্মা নদীর পানি প্রবাহ মাত্রা হচ্ছে ১৪ দশমিক ১৩ সেন্টিমিটার। যা গতকাল শনিবারের চেয়ে দশমিক ০৫ সেন্টিমিটার কম। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুজ্জামান খাঁন জানান, বর্তমানে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। তবে বৃষ্টি হলে পানি আবারো বাড়তে পারে।

গতকাল রোববার দুপুরে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ১৩ সেন্টিমিটার মাত্রায়। গত শনিবার পানি প্রবাহিত হয়েছে ১৪ দশমিক ১৮ সেন্টিমিটার মাত্রায়। পদ্মা নদীর পানি প্রবাহের বিপদসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। তবে পদ্মার পানি কমলেও প্রধান শাখা গড়াই নদীতেও অব্যাহতভাবে পানি বাড়ছে। তিনি আরো জানান, সর্বক্ষণ পানির মাপ পর্যবেক্ষণ করার জন্য কুষ্টিয়ায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতি তিন ঘণ্টা পর পর পানির মাপ পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুরের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।