কার্পাসডাঙ্গা মিশনপাড়ার শারীরিক প্রতিবন্ধী বিধানের সংগ্রামী জীবন

 

এম.আর কচি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়ার পলিন মণ্ডলের ২ ছেলে বিধান মণ্ডল ও হারু মণ্ডল শারীরিক প্রতিবন্ধী। বিধান মণ্ডল ও তার স্ত্রী দুজন মিলে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তাদের রয়েছে ১ ছেলে ১ মেয়ে। মেয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী, ছেলে মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। বিধান মণ্ডল বর্তমানে এনজিও থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কথা হয় শারীরিক প্রতিবন্ধী বিধান মণ্ডলের সাথে। তিনি অশ্রুসজল চোখে বলেন, এ শরীর নিয়ে ব্যাটারিচালিত ভ্যান চালাতে খুবই কষ্ট হয়। কিন্তু স্ত্রী-সন্তানদের মুখে আহার জোগাতে সব কষ্ট সইতে হয়। সরকার প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহযোগিতা করলেও আমি আজও কোনো সাহায্য পাইনি। স্থানীয় কর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোনো সহানুভূতি। আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। ছোট ভাইয়ের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করি। এ বাড়ি ছাড়তে হলে কোথায় গিয়ে দাঁড়াবো? বিধান মণ্ডল সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন। দুনিয়াতে কি এমন কোনো ব্যক্তি নেই যে একজন প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে পারে?