কার্পাসডাঙ্গায় জ্বালানি তেলের ব্যাপক সঙ্কট : চাষিরা দিশেহারা

ভ্রাম্যমা প্রতিনিধি: চলতি বোরো চাষ মরসুমের শুরুতেই জ্বালানি তেলের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির কারণে এ সঙ্কট দেখা দিয়েছে।

জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়। এতে কার্পাসডাঙ্গার এম.এম ফিলিং স্টেশনে কোনো তেলবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি। কার্পাসডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বোরো আবাদ হয়ে থাকে। ইতোমধ্যে বোরো আবাদ শুরু হয়ে গেছে। চাষিরা দিনরাত শ্যালোমেশিন দিয়ে জমি প্রস্তুত করা শুরু করেছে। এরকম অবরোধ চলতে থাকলে বোরো আবাদ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।