কার্পাসডাঙ্গায় জোরপূর্বক ভিটা জমি দখল : অসহায় শামসুল জমি হারিয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের অসহায় এক ব্যক্তির ভিটা জমি জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জমির মালিক শামসুল হক জমি হারিয়ে অসহায়ের মতো সমাজ প্রতিদের দ্বারে দ্বারে ঘুরছে।

জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মো. ওয়াজ বক্সের ছেলে শামসুল হক কার্পাসডাঙ্গা মৌজার আরামডাঙ্গা নেভী ভাটার সামনে (দেড় শতক) ভিটা জমি কেনেন কার্পাসডাঙ্গার ফজের আলীর ছেলে আজিম ও শুকুর আলী এবং হারেজের ছেলে হযরত ও ওলীর কাছে। দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখেছে শামসুল হক । কিন্তু হঠাৎ করে দু মাস আগে  স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় জমিটি জোরপূর্বক দখল করে কার্পাসডাঙ্গার ফজের আলীর ছেলে কাওছার আলী। কেনা ভিটা জমি বেদখল হয়ে যাওয়ায় জমি ফেরত পেতে অসহায়ের মতো শামসুলের ঘুরছে সমাজ পতিদের দ্বারে দ্বারে। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট একাধিকবার পরিষদে বসে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয় বলে জানা গেছে।