কানাডায় তুষার ঝড় : হাজারো বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন

মাথাভাঙ্গা মনিটর: শক্তিশালী তুষারঝড়ে কানাডার অন্টারিও এবং নিউব্রান্সউইক অঙ্গরাজ্যের কমপক্ষে ৩০ হাজার বাসাবাড়ি এখন বিদ্যুতবিচ্ছিন্ন। বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিদ্যুতসংযোগ পুনরায় বহাল করতে দিনরাত কাজ করে চলেছে। অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ক্যাথলিন ওয়াইন জানিয়েছেন, তুষারঝড় পরবর্তী নিষ্কাশন কাজের জন্য রাজধানী টরোন্টোর বাইরে থেকেও সহায়তা চেয়ে পাঠানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিকে বেশ অস্বাভাবিক বলে তিনি অভিহিত করেছেন। স্থানীয় তথ্য মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্টারিও ও নিউব্রান্সউইকের বিদ্যুতবিচ্ছিন্ন ৩০ হাজার বাসাবাড়ির মধ্যে ১৮ হাজারই টরোন্টোতে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলে এবং বায়ু প্রবাহের ফলে তুষার গলে নতুন করে আরও বাসাবাড়িতে বিদ্যুতসংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *