কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার: মাহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করায় চুয়াডাঙ্গা আওয়ামী লীগ ও আলমডাঙ্গা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। দেশের অধিকাংশ স্থানেই এ মিছিলসহ সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ শহরে আনন্দ মিছিল করেছে। গতকাল শুক্রবার বেলা  সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল। শহর প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ দলীয় নেতারা।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, আলমডাঙ্গায় জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে  সর্বসম্মতিক্রমে খন্দকার নাহিদ হাসান সৈকতকে সভাপতি ও শাহাবুদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট আলমডাঙ্গা পৌর জাসদ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আলমডাঙ্গা শহরের ওল্টু মাস্টারের বাগান বাড়িতে অনুষ্ঠিত ওই সম্মেলনে হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসন সংসদ সদস্য সদস্য প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদ নেতা আনিসুজ্জামান, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান মাস্টার, আজম আলি প্রমুখ। নবগঠিত জাসদ সমর্থিত আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সহসভাপতি মনোনীত হয়েছেন আল-আমিন, শামিম আহম্মেদ, সহসম্পাদক সাজিদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক শান্ত রহমান।