কর্মসংস্থান সহয়তা প্রকল্পে মুজিবনগর দরিদ্র মহিলাদের হস্তশিল্প প্রশিক্ষণ উদ্ভোধন

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্পে সুফলভোগীদের ১৫ দিন ব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিআরডিবি ইরোসপো মুজিবনগরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী আরিফুজ্জামান ও প্রশিক্ষক জোনাকী বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রনায়েতুল্লাহ।