কমলাপুর পিটিআই’র সাবেক সুপারিনটেনডেন্ট মো. রওশন আলীর ইন্তেকাল

মোমিনপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক চুয়াডাঙ্গা কমলাপুর পিটিআই’র সাবেক সুপারিনটেনডেন্ট মো. রওশন আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। তিনি গত শনিবার রাত সাড়ে ১০টার সময় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত পরশু রোববার দুপুর ১২টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাঠ চত্বরে। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওই দিন রাতে তার নিজ বাড়ি কুষ্টিয়ার খোকসায় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পাঠ্য ও গবেষণা) মো. রওশন আলী ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কমলাপুর পিটিআই’র সুপারিনটেনডেন্টের দায়িত্বে ছিলেন। এরপর বদলি হয়ে তিনি রাজশাহী পিটিআইয়ে একটানা ৪ বছর নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। রাজশাহী থেকে বদলি হয়ে তিনি দিনাজপুর পিটিআই’র সুপারিনটেনডেন্ট ছিলেন। চলতি বছরের ২৭মার্চ তিনি পদোন্নতি পেয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক পদে যোগদান করেন। সহকারী পরিচালক পদে থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন। কমলাপুর পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোল্লা শহীদুজ্জামান মরহুমের শোকাহত পরিবারের সবাইকে সমবেদনা জানান।