কবীরের বাড়িতে বোমা হামলার ব্যাপারে যুবলীগের দেয়া বিবৃতির পাল্টা বিবৃতি

যুবলীগ নেতা আসাদুজ্জামান কবীরের বাড়িতে বোমা হামলার ব্যাপারে গত ১৭ অক্টোবর দৈনিক মাথাভাঙ্গায় জেলা যুবলীগের একটি বিবৃতি প্রকাশিত হয়। তাতে জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ওই বোমা হামলার নিন্দা জানান। তারা বিবৃতিতে ‌উল্লেখ করেন কবীরের বাড়িতে ধারাবাহিক বোমা হামলার ঘটনা ঘটে চলেছে।’ ওই বিবৃতির পাল্টা বিবৃতি দিয়েছেন ২০০৩ সালের চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আবুল কালাম আজাদ। তিনি বিবৃতিতে বলেছেন, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে, যুবলীগ নেতা আসাদুজ্জামান কবীরের বাড়িতে বোমা হামলার মতো কোনো ঘটনাই প্রকৃত পক্ষে ঘটেনি। এটা নিতান্তই মিথ্যাচার ও সাজানো নাটক মাত্র। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যদি বোমা হামলার ঘটনা ঘটে তাহলে আসাদুজ্জামান কবীর সাহেবের প্রতিবেশীরা কি বোমা বিস্ফোরণের শব্দ শুনবে না? তাছাড়া প্রতিবেশীরা বোমা সাদৃশ্য বস্তুও সেখানে দেখেনি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা যুবলীগকে ধ্বংস করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিছু অসাধু ব্যক্তি ও সশস্ত্র সন্ত্রাসীরা। তাই চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের আহ্বান করছি, ওই সকল অসাধু ব্যক্তি ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করে চুয়াডাঙ্গার মাটি থেকে তাদের বিতাড়িত করতে হবে এবং প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক দ্বারা পুনরায় কমিটি গঠন করতে হবে। সেই সাথে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছি, যারা দফায় দফায় বোমা হামলা, গুলি বর্ষণ, চাঁদাবাজিসহ ত্রাস সৃষ্টি করে জেলার আইনশৃঙ্খলা বিনষ্ট করেছে তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করুন ও শান্তিপ্রিয় মানুষের মাঝে শান্তি ফিরিয়ে দিন। প্রেসবিজ্ঞপ্তি।