ওবামাকে বিষ মাখানো চিঠি পাঠানোয় ১৮ বছর কারাদণ্ড

 

 

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিষাক্ত রাসায়নিক ‘রিচিন’ মাখানো চিঠিপাঠানোর দায়ে অভিনেত্রী শ্যানন রিচার্ডসনকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেনদেশটির আদালত। গতবুধবার তাকে এ শাস্তি দেয়া হয়।কারাদণ্ডের পাশাপাশি ৩লাখ ৬৭ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে শ্যাননকে। শ্যানননিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গকে একই ধরনের চিঠি পাঠিয়েছিলো। দু মামলায়একই রায় দেয়া হয়।উল্লেখ্য, ৩৬ বছর বয়সী টেক্সাসের ওই অভিনেত্রীশ্যানন রিচার্ডসন গত বছরের ১৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেরিচিন মাখানো চিঠি পাঠায়। এর কিছুদিন পর নিউইয়র্কের মেয়র মাইকেলব্লুমবার্গককে ও তার প্রতিষ্ঠিত অস্ত্র নিয়ন্ত্রণ অ্যাডভোকেসি গ্রুপেরপরিচালক মার্ক গ্লেজকেও রিচিন মাখানো চিঠি পাঠানো হয়। এরপর অভিযোগেরপরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে বিষাক্ত রাসায়নিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরার অপরাধে অভিযুক্ত করা হয় শ্যাননকে। শ্যানন ভ্যাম্পায়ার ডায়েরিস ও দ্যওয়াকিং ডেড চলচ্চিত্রে ছোটখাটো চরিত্রে অভিনয় করেন।