এসএসসির ফলপ্রকাশ আজ

স্টাফ রিপোর্টার:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানেরপরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হবে। সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রীনুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলেদেবেন। এর পর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশকরবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর   মোবাইল এসএমএস ওwww.educationboardresults.gov.bdওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরাপরীক্ষার ফল জানতে পারবে।মোবাইল মেসেজে ফলাফল:  মোবাইল থেকে এসএমএসেরমাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষাবোর্ডের জন্য SSC ও মাদরাসা বোর্ডের জন্যDakhilলিখে একটি স্পেস দিতে হবে।এর পর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোলনম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখতে হবে। এর পর এসএমএসটি পাঠাতে হবে১৬২২২ নম্বরে।