এবার কালীগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিকের ৬ শিক্ষককে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিথি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষককে জরিমানাসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যালয় চলাকালীন সময়ে অনুপস্থিতির কারণে তাদের বিরদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে স্ব স্ব বিদ্যালয়ের প্রধানদের নিকট এক নোটিশ প্রদান করা হয়েছে। গত রোববার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান উপজেলার ৪টি সরকারি প্রাথমিক ও ৩ প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের নির্দ্ধেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে তিনি শিক্ষা কর্মকর্তাকে নিয়ে আকস্মিকভাবে উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শনে বের হন।
এ সময় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে স্কুলের সহ-শিক্ষিকা নাসরিন আক্তার, চৈতালী সাহা ও সিমা রাণী ভট্টাচার্ষ্য নামে ৩ জন শিক্ষককে অনুপস্থিত পান। অনুরূপভাবে দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও সহকারী গ্রন্থগারিক মাঝহারুল ইসলাম এবং এসকেবি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মুনছুর আলীকে বিদ্যালয়ে অনুপস্থিত পান। তিনি তাৎক্ষণিক অনুপস্থিত উক্ত ৬ জন শিক্ষককে শাস্তিমূলক হিসেবে প্রতি জনের ১ দিনের বেতন কর্তনসহ দাফতরিক ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার এ নির্দেশ পেয়ে দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহণের জন্য স্ব স্ব বিদ্যালয়ের প্রধানদের নিকট নোটিশ প্রদান করেছেন।